অনলাইন ডেস্ক :
সূরের কোন মানচিত্র নেই, নেই কোন দেশ, নেই কোন সীমান্ত। এসব কথাই যেন অনুরণিত হলো অস্কারের মঞ্চে। মৌলিক গানের বিভাগে অস্কার মঞ্চে সেরার শিরোপা জিতে নিল ‘নাটু নাটু’। যা উপমহাদেশের গন্ডি পেরিয়ে আলোড়িত করেছিলো গোটা দুনিয়ায়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ছয়টায়) লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।
রিয়ানা, লেডি গাগার মতো সব বাঘা বাঘা পপতারকাদের পেছনে ফেলে চূড়ান্ত দৌড়ে বাজিমাৎ করলো এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির গানটি। মঞ্চে পুরস্কার নিতে ওঠেন গীতিকার চন্দ্র বোস ও সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। ‘নমস্তে’ বলে সেরার শিরোপা নেন তাঁরা।
তেলেগু ভাষায় গানটি লিখেছেন কালা ভৈরব ও রাহুল সিপলিগঞ্জ। প্রবীণ সংগীত পরিচালক এম এম কিরাভানির সুরে কণ্ঠ দিয়েছেন দুই গীতিকার। গত জানুয়ারিতে ‘নাটু নাটু’ গানটি সিনেমায় সেরা মৌলিক গানের গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিলে দুনিয়াজুড়ে শোরগোল পড়ে যায়।
ভারতের দক্ষিণী ছবির ইতিহাসে নজির গড়েছে ‘নাটু নাটু’। এই প্রথম অস্কারের মঞ্চে স্বীকৃতি পেলো কোনও তেলুগু ছবি। নাটু নাটুর জয়ে উচ্ছ্বসিত বলিউড থেকে দক্ষিণী তারকারা। উজাড় করে দিয়েছেন শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসায়।
গত বছর মুক্তির পর রাজামৌলির সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এ আলোড়নের অন্যতম কারণ এই ‘নাটু নাটু’ গান। এর আগে ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার এ আর রাহমানের ‘জয় হো’ গান সেরার পুরস্কার পেয়েছিলো।