গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২ রা মে (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকার সময় র্যালীর মাধ্যমে কর্মসূচি’র সূচনা করা হয়। র্যালীতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদ, আবাসিক মেডিকেল অফিসার (চঃদাঃ) ডা. মোঃ ইসমাইল হোসেন, ওয়ার্ড ইনচার্জ লাইলী বেগম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা /কর্মচারীরা অংশ গ্রহণ করেন। র্যালী শেষে হাসপাতালের হল রুমে সকল কর্মকর্তা /কর্মচারীদের নিয়ে কেক কাটা হয়। সবশেষে হাসপাতাল ক্যাম্পাসে একটি নতুন আগের চারা রোপণ করা হয়।
উল্লেখ্য ১৯৭১ সালের ২ মে কোলকাতার ৮ নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে বাংলাদেশ সরকারের (মুজিব নগর সরকার) প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়। মহান স্বাধীনতা সংগ্রামে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান, শরণার্থী শিবিরে স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে অংশ গ্রহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। এই সোনালী দিনের স্মৃতিকে চির অম্লান ও স্মরণীয় করে রাখতে গত বছর অর্থাৎ ২০২২ সাল থেকে ২ মে কে ” স্বাস্থ্য ও কল্যাণ দিবস ” হিসেবে পালনের নিমিত্তে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় এবারও দিবসটি যথাযথ ভাবে পালন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।