মোঃ দুলাল আলী, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গভীর রাতে গাঁজা সহ এক জন কে গ্রেফতার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক এএসআই মোজাম্মেল হক এর নেতৃত্বে অভিযান চালিয়ে রহনপুর পৌরসভার উদয় নগর ভুতপুকুর জনৈক বকুল এ-র ভাড়া বাসা থেকে ৪০০ গ্রাম গাঁজা সহ এক জন কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন রহনপুর পৌর এলাকার এবি স্কুলপাড়ার মোঃ আমিরুল ইসলাম এর ছেলে মিঠন (২৪) সে উদয় নগর ভুতপুকুর জনৈক বকুল এর ভাড়া বাসাতে থাকেন।
এবিষয়ে গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মানবিক বাংলাদেশকে বলেন গোমস্তাপুর থানায় একটি মাদক মামলা হয়েছে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।