মোঃ দুলাল আলী, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ফরিদা বেগম(২২) নামের এক মহিলা আত্মহত্যা করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, (০১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা থেকে (০২ সেপ্টেম্বর) সকাল ছয়টার মধ্যে যে কোন সময়ে, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের, ফরিদা বেগম (২২) পিতা: নুর মোহাম্মদ মাতা: মালতি স্বামী: জাহাঙ্গীর। ফরিদা বেগম তার নিজ ঘরে তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন। আত্মীয়-স্বজন ও বাড়ির আশপাশের লোকজনের দেওয়া তথ্য মতে, ফরিদা বেগমের স্বামী কাজের জন্য এক মাস পূর্বে থেকে নোয়াখালী জেলায় অবস্থান করছেন। তার চার বছরের শিশু বাচ্চা নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। বাচ্চার কান্না শুনে প্রতিবেশি মোসাঃ বিবিরন খাতুন ঘরের দরজা খোলা অবস্থায় ফরিদা বেগম কে মৃত অবস্থায় দেখতে পায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে,এবং অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।