মোঃ দুলাল আলী, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল শামছুল আজম এর সিরাজগঞ্জে বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) রাত সাড়ে আটটায় গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট এর আয়োজনে রহনপুর তদন্ত কেন্দ্রে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক।
বক্তব্য রাখেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম। উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঃপঃ কর্মকর্তা হামিদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিন্টু রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক এসআই ফজলে আব্দুল বারি,তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক এএসআই মোজাম্মেল হক প্রমুখ।
পরিশেষে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ গন ক্রেস্ট প্রদান করেন।