অনেক দিন হয়ে গেল প্রিয়াঙ্কা চোপড়া মুম্বাই ছেড়েছেন । বর্তমানে হলিউডে নিয়মিত কাজ করছেন তিনিএবং সেখানেই থাকেন। প্রিয়াঙ্কাকে অনেক দিন থেকে বলিউডের কোনো সিনেমায় দেখা যাচ্ছে না । তবে ভারত ছাড়লেও এখনো কিন্তু তিনি মনেপ্রাণে দেশি গার্ল। তার প্রমাণও দিলেন অভিনেত্রী। ভারতের এক কিশোর অভিনেতার কাজে মুগ্ধ হয়ে নিজের বাড়িতে ডেকে নিলেন তাকে। আগামী মার্চে অনুষ্ঠেয় অস্কারের ৯৫তম আসরে বিদেশি ভাষার সিনেমা বিভাগে এবার ভারত থেকে পাঠানো হয়েছে গুজরাটি ভাষার সিনেমা চেল্লো শো, যার ইংরেজি নাম ‘লাস্ট ফিল্ম শো’। অস্কারের সম্প্রতি প্রকাশিত শর্ট লিস্টেও জায়গা পেয়েছে সিনেমাটি। ‘চেল্লো শো’ অস্কারে এবার ভালো কিছু করবে, এ আশায় বুক বেঁধেছেন ভারতীয়রা। সুদূর মার্কিন মুলুকে বসে সিনেমাটি নিয়ে সরব হয়েছেন প্রিয়াঙ্কাও। সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন তিনি। তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই অনেককে ডেকে সিনেমাটি দেখিয়েছেন প্রিয়াঙ্কা।
আমন্ত্রণ জানিয়েছিলেন ‘চেল্লো শো’র নির্মাতা প্যান নলিন ও অভিনেতা ভাবিনকে। সিনেমা প্রদর্শনের পর ভাবিনের সঙ্গে আলাদা করে কথাও বলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী তাঁকে প্রশ্ন করেছিলেন, এ সিনেমায় অভিনয়ের প্রস্তুতির জন্য কোন সিনেমা দেখেছিলেন তিনি? উত্তরে ভাবিন বলেছেন আমির খানের ‘দঙ্গল’-এর নাম। ‘চেল্লো শো’ সিনেমার নির্মাতা প্যান নলিন এর আগে ‘শামশেরা’, ‘ভ্যালি অব ফ্লাওয়ারস’, ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেস’-এর মতো প্রশংসিত সিনেমা বানিয়েছেন। ‘চেল্লো শো’র বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছেন গুজরাটের প্রত্যন্ত অঞ্চলের নয় বছর বয়সী এক কিশোরের গল্প। দরিদ্র পরিবারের ছেলেটির সিনেমা দেখার খুব নেশা। তাই প্রতিদিন মা যে টিফিন বানিয়ে দেয়, সেটাই তুলে দেয় সিনেমা হলের এক কর্মচারীর হাতে। বিনিময়ে প্রজেকশন রুমে বসেই প্রতিদিন সিনেমা দেখার সুযোগ পায় ছেলেটি। এই ছোট ছেলেটিই একদিন নিজে বানিয়ে ফেলে প্রজেকশন মেশিন। ‘চেল্লো শো’র প্রতিটি ফ্রেমে সিনেমার প্রতি কিশোরের ভালোবাসা আর স্বপ্নের যে বয়ান করেছেন পরিচালক, সেটা দর্শক থেকে সমালোচক—সবার মন জয় করে নিয়েছে।