অনলাইন ডেস্ক :
দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরের নির্বাচনে অন্তত ৫০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর।
তিনি বলেন, ভোটে মেয়র প্রার্থীরাও সন্তুষ্টি জানিয়েছেন। যেকোন ফলাফল তারা মেনে নিতে প্রস্তুত রয়েছেন। এই নির্বাচন নিয়ে সবাই সন্তুষ্ট। তাই আমরাও সন্তুষ্ট।’
বৃহস্পতিবার গাজীপুর সিটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ভোট গ্রহণের শুরু থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।
সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রথমবারের মতো ইভিএমে কম সময়ে ভোট দিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন গাজীপুরের ভোটাররা। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ভোট দিতে গিয়ে অনেকের আঙ্গুলের ছাপ মিলতে দেরি হয়েছে।
ইসি আলমগীর বলেন, ‘আমাদের পক্ষ থেকে সহকর্মী যারা ছিলেন- পর্যবেক্ষক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সবাই বলেছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ইভিএমের কারিগরি জটিলতার কারণে কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণে দেরি হয়েছে।’
ভোটকেন্দ্রের পরিবেশ নিয়েও নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন ভোটাররা। তারা বলছেন, কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছিল না কোনো অভিযোগ।
সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী লড়ছেন। গাজীপুর সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন।
এদিকে চার হাজার ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়েছে। ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একইসঙ্গে ৪৬৬টি সিসি ক্যামেরায় সব ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হয়েছে। প্রতিটি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেড করে ভোট গ্রহণ কার্যক্রম দেখা হয়েছে।