গাজীপুরের পূবাইলে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে রাজধানীর সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্টেশন সূত্রে জানা যায়, পূবাইলে এগারো সিন্দুর নামের একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে রাজধানীর সঙ্গে সকল ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সিলেটমুখী অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।