স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপিতে মেহেদী মোস্তফা মাসুম নৌকা প্রতীকে ৪৯৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রাশেদুল ইসলাম টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫০৮ ভোট।
ভোট গণনা শেষে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর এই আলম রাত সাড়ে দশটার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন।
সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট বিকেল ৪টা পযর্ন্ত চলে। ২০ হাজার ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন।
এদিকে গোবিন্দগঞ্জের ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে তালুককানুপুর ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মাসুদ আলম মন্ডল নৌকা প্রতীকে ১১হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোস্তফা আশরাফুল ইসলাম আনারস প্রতীকে ৯ হাজার ৪৪২ ভোট পেয়েছেন।
একই উপজেলার নাকাই ইউপিতে সাধারণ সদস্য পদে ৫৮৪ ভোট পেয়ে ছিদ্দিকুর রহমান ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউপিতে মৃত্যুজনিত কারণে সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ২,৫৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে আয়েশা সিদ্দিকা ইতি নির্বাচিত হন।