স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গফরগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাছুম।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সহকারী কমিশনার(ভূমি) খন্দকার ইয়াছিন, ১৫ ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যৌথসভায় পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকাকে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন প্রত্যয়ন পত্র প্রদান করেন।
উল্লেখ্য, মুজিব শত বর্ষ উপলক্ষে গফরগাঁওয়ে ৪টি ধাপে ৪২৩ জন ভূমিহীনদের প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয় বলে জানায় উপজেলা প্রশাসন।