স্টাফ রিপোর্টার:
খুলনা মেডিক্যালে তৃতীয় দিনের মতো শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি চলছে। অন্যদিকে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভোরে নগরীর বায়রা এলাকা থেকে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করে সোনাডাঙ্গা থানার পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন, বিপ্লব ফার্মেসির মালিক এস এম মাহফুজুর রহমান বিপ্লব এবং অপর একটি ফার্মেসির কর্মচারী মীর বায়জিদ হোসেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এদিকে তৃতীয় দিনের মতো শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। অপরদিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করছেন দাবি বাস্তবায়নের জন্য। সেই সঙ্গে হাসপাতালের সামনে ওষুধের দোকানগুলি বন্ধ রাখা হয়েছে। যার ফলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বজনরা পড়েছে বিপাকে। বিশেষ করে ওষুধ কিনতে সমস্যায় পড়েছেন তারা।
প্রসঙ্গত, গত সোমবার রাতে খুলনা মেডিকেলের সামনে বিপ্লব মেডিসিন কর্নারে ওষুধ কিনতে যান মেডিকেলের শিক্ষার্থী হাসান ফেরদৌস। দোকানী এক পাতা ওষুধের দাম ৭০ টাকা জানালে হাসান ফেরদৌস ১০ শতাংশ কমিশন বাদ দেয়ার অনুরোধ জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দোকান মালিক বিপ্লব তাকে অপমান করেন। এরপর ওই শিক্ষার্থী ক্যাম্পাসে গিয়ে জানালে অন্য শিক্ষার্থীরা ওই দোকানে যায়। তখন বাকবিতণ্ডার একপর্যায়ে ওষুধের দোকানীদের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।