রাজনৈতিক ডেস্ক:
পর্যটন কেন্দ্র কুয়াকাটায় গোপন বৈঠক চলাকালে পুলিশের অভিযানে জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার দুপুর ১২টার কুয়াকাটার আবাসিক হোটেল আল হেরা’র ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন জাহিদুল হক, মোজাম্মেল হক, ফারুক হোসেন, আজিজুর রহমান, আব্দুল হান্নান, আরিফ হোসেন হাওলাদার, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, এনামুল হক সরদার, হালিম হাওলাদার ও হারুন অর রশিদ। তাদের বাড়ি ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় বলে জানা গেছে।
এদিকে জামায়াত কর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন, মহিপুর থানার এসআই শহিদুল, কনস্টেবল মাসুম, হাসান ও ফরহাদ। তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিমল কান্তি মল্লিক সাংবাদিকদের বলেন, ৪০-৫০ জনের জামায়াত-শিবিরের একটি দল হোটেলে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই হোটেলের অভিযান চালায়। এ সময় জামায়াত কর্মীরা পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের উপর হামলা করে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ১১ জনকে আটক করতে পারে, বাকিরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত মোবাইল, জিহাদি বই, দাওয়াত পত্র, সদস্য ফরম, রশিদসহ জঙ্গি সংগঠনের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে।