আন্তর্জাতিক ডেস্ক:
কানাডার ইয়েলোনাইফ শহরে দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। আগুন থেকে বাঁচতে সরিয়ে নেওয়া হয়েছে ২০ হাজার বাসিন্দা। অন্যদিকে দেশটিতে আজ শনিবার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রদেশটির প্রধান ডেভিড এবি সতর্ক করে বলেছে, পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।
প্রতিবেদনে বলা হয়েছে ম্যাকডুগাল ক্রিক দাবানল গত ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর থেকে ছয় হাজার ৮০০ হেক্টরে ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় চার হাজার ৮০০ জনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার ডেভিড এবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, এ বছর আমরা ভয়াবহ দাবানলের মুখোমুখি। আমরা এ নিয়ে প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছি।
তিনি আরও বলেছেন, আরও অনেক অনেক লোককে সরিয়ে নেওয়া হচ্ছে। নির্দিষ্ট কিছু এলাকায় লোকজন আমাদের নির্দেশ না মানলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
এর আগে পশ্চিম কেলোওনা ফায়ার চিফ জ্যাসন ব্রোলুন্ড এ দাবানলকে ভয়াবহ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, গত রাতে আমাদের সম্প্রদায়কে বাঁচাতে আমরা কঠিন সংগ্রাম করেছি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে অঞ্চলে উল্লেখযোগ্য আবাসনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।