স্টাফ রিপোর্টার:
পেঁয়াজ আমদানির অনুমতির পর এবার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। কোরবানির ঈদের আগে ঢাকার খুচরা বাজারে কাঁচা মরিচের দাম প্রতিকেজি ৩০০ টাকায় উঠেছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে।
রবিবার (২৫ জুন) থেকে কাঁচা মরিচের জন্য ইমপোর্ট পারমিট (আইপি) দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি মন্ত্রণালয়।
কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, কাঁচা মরিচ আমদানি অনুমোদন দেওয়া হয়েছে ৩০টি আইপি। পরিমাণ ১১ হাজার ৬০০ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখা জানিয়েছে, বাজারে কাঁচা মরিচের দাম অন্য যেকোনো সময়ের দামের তুলনায় অনেক বেড়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। দ্রুত বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়বে এবং দাম কমে আসবে আশা করছেন অধিদপ্তর কর্মকর্তারা।