স্টাফ রিপোর্টার:
একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানকে ধবলধোলাই করে ছেড়েছে বাংলাদেশ। আফগানদের উড়িয়ে দিয়ে রেকর্ড জয় তুলে নিয়েছে টাইগারবাহিনী। তবে তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো উপায় নেই। কারণ এই সিরিজে দলটির দুর্দান্ত কিছু খেলোয়াড় ছিলেন না। ওয়ানডে সিরিজে দলের সঙ্গে থাকবেন তারা।
রোববার (১৮ জুন) বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। ১৯ সদস্যের দলে ফিরেছেন রশিদ খান, মুজিব-উর-রহমান এবং নাজিবুল্লাহ জাদরানের মতো ক্রিকেটাররা।
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের দলে রাখা হয়নি রশিদ খানকে। আইপিএল কাঁপানো এই বোলারকে এবার ওয়ানডে দলে রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজে দলে ফিরেছেন আরেক জাদুকরী স্পিনার মুজিব-উর-রহমান।
টেস্টের মতো ওয়ানডেতেও আফগানদের নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদি। মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরানের মতো অভিজ্ঞ ক্রিকেটারও আছেন তার দলে। এছাড়া বিশ্বকাপের আগ পর্যন্ত আফগানিস্তান ওয়ানডে দলের ব্যাকআপ ক্রিকেটার হিসেবে থাকছেন করিম জানাত, জুবাইদ আকবরি, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, দারউইশ রাসুলি ও ইসহাক রাহ্মিকে।
ওয়ানডে সিরিজের জন্য জুলাইয়ের শুরুতে বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান দল। তিনটি ওয়ানডের পর দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে রশিদ খানরা। টি-টোয়েন্টি সিরিজের জন্য কোনো দলই স্কোয়াড ঘোষণা করেনি।
বাংলাদেশ সিরিজে আফগানিস্তান স্কোয়াডঃ
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোঃ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, এ ওমরজাই, মুজিব, ফজল হক, জিয়া আকবর, আমি হক নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার নোমান, সালেম সাফি, সাঈদ এ শিরজাদ।