রাজনৈতিক ডেস্ক:
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ও দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
পবিত্র ওমরায় যাওয়ার আগে জানান, স্বাধীন বাংলাদেশে জন্ম নেয়া এই দেশের নাগরিক তিনি। এই পাসপোর্ট নিয়ে বিভিন্ন সময়ে বিদেশে যেতে বহু প্রতিবন্ধকতায় পড়েছেন। নানা ধরণের অনিশ্চয়তা ও ঝুঁকি থাকা সত্ত্বেও আল্লাহর ঘরে রওনা দিয়েছেন তিনি।
স্বল্প সময়ের মধ্যে ঢাকায় ফিরে সরকার পতনের আন্দোলনে আবারো অংশ নেয়ার কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, মানুষের ভোটাধিকার এবং মানুষের মুক্তি আন্দোলনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রাজপথে থাকবেন।
পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র থেকে মুক্তি ও তার সুস্থতা কামনা, তার প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ দেশবাসীর জন্য দোয়া চাইবেন বলেও জানিয়েছেন ঢাকার এই তরুণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।