গত বছর ২০২২, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এবার ক্যান্সারে আক্রান্ত হলেন তার মা শিখা শর্মা।
জানা যায়, তিনি ১৪ বছর আগে প্রথম ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন । ঐন্দ্রিলার অসুস্থতার ঠিক আগেই তিনি ক্যান্সার থেকে ফিরে আসার রিপোর্ট হাতে পান। এ বিষয়ে ঐন্দ্রিলার মা শিখা শর্মা বলেন, আমার আবার ব্লাডারে ক্যান্সার ধরা পড়েছে, কেমো চলছে, ১৩ জানুয়ারি অপারেশন হবে।
ঐন্দ্রিলা ২০২২ এর ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন । দ্বিতীয় বার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। অভিনেত্রী ঐন্দ্রিলার মা শিখা দেবীও প্রথম বার বিয়ের আগে ক্যান্সারে আক্রান্ত হন। তার পর তিনি ঠিকই ছিলেন। ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে আবারও ক্যান্সারের লক্ষণ দেখা দেয় তাঁর শরীরে। ঐন্দ্রিলা নিজেও দু’বার ক্যান্সারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শেষবার স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন। তার পর আর কোমা থেকে ফেরেননি। শেষ পর্যন্ত তার পাশে ছিল তাঁর পরিবার। এ বার লড়াই শুরু তাঁর মায়ের।