স্টাফ রিপোর্টার:
যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ। আসছে নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হবে আওয়ামী লীগ। সোমবার (৫ জুন) বিকেলে শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সম্মেলনে এ কথা বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, কারও দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়নি। এ দেশের অগ্রযাত্রাও কেউ রুখতে পারবে না।
অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এসব চক্রান্ত কাজে আসবে না। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ।