অনলাইন ডেস্ক:
এডিস মশার লার্ভার দমনে শিগগিরই নতুন ওষুধ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
সোমবার সকালে রাজধানীর দক্ষিণ খানে উদয়ন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।
উত্তরের মেয়র বলেন, এডিস মশা দমনে নতুন ওষুধটি পরীক্ষা করতে এক সপ্তাহের মতো সময় লাগবে। এছাড়া এডিস মশা নিধনের অভিযান আরও এক মাস বাড়িয়ে আগস্ট পর্যন্ত করা হয়েছে।
এসময় শিশুদের মধ্যে এডিস মশার ভয়াবহতা ও সচেতনতা নিয়ে বই বিতরণ করেন মেয়র আতিক।
তিনি বলেন, এডিস মশা ধ্বংসে শুধু সিটি কর্পোরেশন নয়, সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে জুন মাসের তুলনায় জুলাইতে সাত গুণেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
ডেঙ্গুর লাগাম টেনে ধরতে সিটি করপোরেশনের মশক নিধন কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছে অধিদপ্তরটি।
অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন বলেন, জুন মাসে দেশের হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল পাঁচ হাজার ৫৬ জন। জুলাই মাসে রোববার পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৪২৯ জন। ১১ থেকে ৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন।