অনলাইন ডেস্ক :
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার ভোর থেকেই উপকূল অতিক্রম করতে শুরু করেছে। তবে এর কেন্দ্র এখনও ৩০৫ কিমি দূরে আছে। বিকাল তিনটার মধ্যে কেন্দ্র উপকূল স্পর্শ করবে।
রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
ব্রিফিংয়ে বলা হয়, মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বিকাল বা সন্ধ্যা নাগাদ কক্সবাজার ও উত্তর মায়ানমার অতিক্রম সম্পন্ন করতে পারে। পুরো ঝড়টি অতিক্রম করতে প্রায় ১৫ ঘণ্টা সময় লাগবে। ঝড়টির কেন্দ্র যখন বাংলাদেশ অতিক্রম করবে তখন বাতাসের সর্বোচ্চ গতি ১৪০-১৮০ কিলোমিটার হতে পারে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, ঘূর্ণিঝড় মোখায় বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সেন্টমার্টিন দ্বীপ। মোখার কেন্দ্র দ্বীপটির মাত্র ৩০-৪০ কিমি দক্ষিণ দিয়ে অতিক্রম করবে। এতে দ্বীপটি জলোচ্ছ্বাসে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বীপের উভয় পাশে পানির সমতা ঠিক থাকলে পানি আবার অল্প সময়ের মধ্যেই নেমে যাবে। এছাড়াও চট্রগ্রাম ও কক্সবাজার এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহ ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
ব্রিফিংয়ে জানানো হয়, মোখার শক্তি আর বাড়ার সম্ভাবনা নেই। যেহেতু এটি উপকূল অতিক্রম শুরু করেছে, ধীরে ধীরে এর শক্তি কমতে থাকবে।
ব্রিফিংয়ে বলা হয়, ঝড়টির কেন্দ্রের মূল অংশের ডান পাশ মিয়ানমারের দিকে আছে আর বাম অংশ আছে বাংলাদেশের দিকে। কেন্দ্র এবং ডান পাশের যে ভয়াবহতা তা মায়ানমারের দিকে আছে। বাম পাশের ভয়াবহতা সেই তুলনায় অনেক কম।