রাজনৈতিক ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মাদ্রাসাছাত্র হাফেজ রেজাউল করীমের মৃত্যুর প্রতিবাদ ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দলটির এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। জাতীয় ও কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেবেন।
সভাপতিত্ব করবেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
গত ২৮ জুলাই বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের তিন সংগঠন-যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ শান্তি সমাবেশের আয়োজন করে। শান্তি সমাবেশ শেষে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হন মাদরাসা ছাত্র হাফেজ রেজাউল করীম।