আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার ও অন্যান্য রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলাগুলোকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কাছে ইমেইলের মাধ্যমে পাঠানো এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এমন মন্তব্য করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইমরান খান এবং পাকিস্তানের অন্যান্য রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলাগুলো দেশটির অভ্যন্তরীণ বিষয়। আমরা বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানের প্রতিও গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই।
তোশাখানা দুর্নীতি মামলায় গতকাল শনিবার ইসলামাবাদের আদালত ইমরান খানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন। এ রায়ের কিছুক্ষণের মধ্যেই লাহোর থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে পুলিশ।
ইমরান খানের সমর্থকেরা বলছেন, চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে দাঁড়ানো থেকে ইমরান খানকে বাধা দিতেই সরকার এমন পদক্ষেপ নিয়েছে।
যদি কেউ ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হন, তবে তিনি নিয়ম অনুযায়ী পাকিস্তানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে বিবেচিত হন।