স্টাফ রিপোর্টার:
ইতালি ও ডেনমার্কের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যোগ দিতে সোমবার (৫ জুন) ঢাকা ছাড়ার কথা রয়েছে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের।
আগামী বুধবার (৭ জুন) ইতালি এবং শুক্রবার (৯ জুন) ডেনমার্কের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব। এফওসিতে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বৈঠকগুলোতে বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের ওপর জোর দেবে।
এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের সর্বশেষ পরিস্থিতি দেশগুলোর কাছে জানাবে। বাংলাদেশের ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌলশ (আইপিএস), ইউক্রেন সংকট, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি দুটি বৈঠকেই স্থান পাবে।
এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৈঠক দুটিই খুব গুরুত্বপূর্ণ। কারণ দুটি দেশই ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী সদস্য। ইতোমধ্যে বাংলাদেশ ইস্যুতে মার্কিন যে অবস্থান, তা যাতে মার্কিন মিত্র ইউরোপ অনুসরণ না করে সেই চেষ্টা থাকবে বাংলাদেশের। ফলে ইউরোপের যত দেশের সঙ্গে বাংলাদেশ সখ্যতা গাঢ় করতে সেই চেষ্টা করা হচ্ছে ঢাকার পক্ষ থেকে। যাতে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ প্রসঙ্গ উঠলে তাতে পক্ষে বলার মত দেশ থাকে।
ইতালি ও ডেনমার্কের সঙ্গে বৈঠকগুলোতে রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরবে বাংলাদেশ। পুরো রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে আর্থিক সংকটে বিষয়টিতে জোর দেবে ঢাকা। কারণ প্রত্যাবাসনের রাজৈনিতক চাপ সৃষ্টি ছাড়া এ দেশগুলোর খুব একটা করার কিছু নেই। তবে সহায়তা দিয়ে নির্যাতিত এ মানুষগুলোর পাশে থাকতে পারে ইউরোপের এ ধনী দেশগুলো।