আন্তর্জাতিক ডেস্ক:
টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মধ্যকার অনুষ্ঠিতব্য কেজ ফাইটটি হতে পারে ইতালিতে। থাকতে পারে প্রাচীন রোম থিম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চলতি বছর জুন থেকে টেসলা ও মেটার প্রধান নির্বাহীদের মধ্যে এই লড়াই নিয়ে আলোচনা চলছে। একে বলা হচ্ছে ‘ব্যাটল অব দ্য বিলিওনিয়ার’। এই লড়াই থেকে প্রাপ্ত আয় দান করা হবে শিশু হাসপাতালে। এখনও ম্যাচটির কোনও তারিখ ঠিক করা হয়নি।
সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইলন মাস্ক। বৈঠক শেষে তিনি জানান, তারা ইতালিতে দারুণ একটি স্থানে ম্যাচটি আয়োজন করার ব্যাপারে একমত হয়েছেন। ক্যামেরার সামনে যা দেখা যাবে, পুরোটা অংশ থাকবে প্রাচীন রোমের থিম।
ইতালির সংস্কৃতিমন্ত্রী জেনারো সাংকুইলানো বলেন, দাতব্য এই ম্যাচটির সঙ্গে ইতালির সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে দারুণ কিছু।
৫২ বছর বয়সী ইলন মাস্ক ও ৩৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ প্রযুক্তি বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। জুনে হঠাৎ করেই জাকারবার্গকে মিক্সড মার্শাল আর্ট ম্যাচে চ্যালেঞ্জ করে বসেন মাস্ক। তিনি এক টুইটে বলেন, ‘জাকারবার্গের সঙ্গে কেজ ফাইটে লড়তে চান তিনি।’ জবাবে মেটার প্রধান নির্বাহী জাকারবার্গও বলেন, ‘আমাকে শুধু ঠিকানাটা পাঠিয়ে দিন।’