আন্তর্জাতিক ডেস্ক:
সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার যোগ্যতা ইউক্রেনের আছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজ শনিবার ইস্তানবুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
ইউক্রেন ও রাশিয়ার শান্তি আলোচনায় ফেরা উচিত জানিয়ে সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, এতে কোনো সন্দেহ নেই যে, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য। একটি যৌক্তির শান্তি প্রক্রিয়ায় কোনো পরাজয় নেই।
এসময় জেলেনস্কি ইউক্রেনকে সমর্থন দেওয়ার জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানান। আসছে মঙ্গলবার লিথুয়ানিয়ায় বসছে ন্যাটোর সম্মেলন। এর আগে তুরস্ক সফরে গেলেন জেলেনস্কি।
তুরস্কের প্রেসিডেন্টের বিষয়ে এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, আমি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সমর্থন দেওয়ার জন্য তুরস্কের প্রতি কৃতজ্ঞ। শান্তির সূত্র হলো-আমাদের দেশ, আমাদের জনগণ এবং আমাদের স্বার্থ রক্ষা করা।
পশ্চিমা সামরিক জোটটির সদস্য হতে বিভিন্ন দেশের সহায়তা চাইছেন জেলেনস্কি। ন্যাটোর সদস্য হওয়ার জন্য সমর্থন পেতে চলতি সপ্তাহে জেলেনস্কি চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, ও বুলগেরিয়া সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর দাবি, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের শেষ প্রতিরক্ষা লাইনে পরিণত হয়েছে ইউক্রেন।
সম্প্রতি ন্যাটো জানিয়েছে,যুদ্ধে জয়ী হলে ইউক্রেনের সদস্যপদ নিয়ে বিবেচনা করা হবে। সামরিক জোটটির মহাসচিব জেনস স্টলটেনবার্গও জানিয়েছেন, ইউক্রেনকে সদস্যপদ দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
এদিকে পুতিন বারবার বলে আসছেন যে, ইউক্রেন ন্যাটোর সদস্য হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া।