স্পোর্টস ডেস্ক:
বর্তমানে বাংলাদেশে রয়েছে আইসিসি বিশ্বকাপের ট্রফি। পদ্মাসেতুতে আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশন এবং মিরপুর হোম অফ ক্রিকেটে বিশ্বকাপ ট্রফির সংস্পর্শ পেয়েছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে চলমান বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে থাকা ট্রফিটি এখন পর্যন্ত সাধারণ মানুষ কাছ থেকে দেখার সুযোগ পাননি। তবে আজ বিশ্বকাপের ট্রফি সরাসরি দেখার সুযোগ পাবেন সমর্থকরা।
সূচি অনুযায়ী বাংলাদেশ সফরের তৃতীয় দিনে সর্বসাধারণের জন্য এই ট্রফি প্রদর্শন করা হবে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। বসুন্ধরায় এই প্রদর্শনী চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। যেখানে নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। তবে এজন্য লাগবে না কোনো টিকিট।
এর আগে রবিবার (৬ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। এর আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল। এবার বেছে নেওয়া হয় পদ্মাসেতুকে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাওয়া পয়েন্টেই অবস্থান করেছে বিশ্বকাপ ট্রফিটি।
দ্বিতীয় দিন মঙ্গলবার (৭ আগস্ট) ট্রফিটি নেওয়া হয় মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ছবি তোলার সুযোগ করে দেওয়া হয় ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।
আর আজ তৃতীয় দিন ট্রফিটি প্রদর্শন করা হবে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। যেখানে বাংলাদেশের ক্রিকেটপাগল সমর্থকরা সুযোগ পাবেন সরাসরি ট্রফি দেখার ও ছবি তোলার।