বিনোদন ডেস্ক:
‘দ্য ব্লজ’ ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট হিসেবে কাজ শুরু করেন খুলনায় জন্ম নেওয়া প্রিন্স মাহমুদ। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
এ দেশে মিক্স অ্যালবাম জনপ্রিয় করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন প্রিন্স মাহমুদ। নব্বই দশক থেকে গানের ভুবনে তার বিচরণ। গঠন করেন ‘ফ্রম ওয়েস্ট’ নামক একটি ব্যান্ড। সে সময় ব্যান্ড দলটির লিডার এবং মূল ভোকাল ছিলেন তিনি।
১৯৯৫ সালে ‘শক্তি’ অ্যালবামের মাধ্যমে মিশ্র শিল্পীর গানের অ্যালবাম প্রকাশ শুরু করেন তিনি। ‘জয় পরাজয়’, ‘ওরা ১১ জন’, ‘ক্ষমা’, ‘ঘৃণা’, ‘শেষ দেখা’, ‘এখনও দু’চোখে বন্যা’, ‘পিয়ানো’, ‘১২ মাস’, ‘দেশে ভালোবাসা নাই’, ‘দেয়াল দুই হৃদয়ের মাঝে’, ‘দাগ থেকে যায়’, ‘প্রিন্স মাহমুদের গান’, ‘খেয়ালপোকা’সহ আরও বেশ কিছু মিশ্র, দ্বৈত ও বিভিন্ন শিল্পীর একক অ্যালবাম ও একক গানের স্রষ্টা হিসেবে তিনি অগণিত শ্রোতার হৃদয় স্পর্শ করেছেন।
প্রিন্স মাহমুদকে তার সময়ের শ্রেষ্ঠ গীতিকবি ও সুরকার হিসেবে উল্লেখ করেন অনেকে। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
জন্মদিনে ব্যবহৃত ‘আজ জন্মদিন তোমার’ গানটি জন্মদিনে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত গান। এ ছাড়াও সেই তালিকায় আছে ‘বাংলাদেশ’, ‘আজ জন্মদিন তোমার’, ‘মা (দশ মাস দশ দিন)’, ‘বাবা’, ‘বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়’, ‘পালাতে চাই’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘বন্ধু ভেঙে ফেল এই কারাগার’, ‘কিছু ভুল ছিল তোমার, কিছু আমার’, ‘মাটি হব মাটি’, ‘মনরে মনরে তুই বড় বোকা’, ‘তুমি বরুণা হলে’, ‘জেলখানার চিঠি’, ‘ভুবন ডাঙার হাসি’, ‘নিমন্ত্রণ’, ‘আঙুল’, ‘তুই চাইলে হব নদী’ ইত্যাদি।
বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তিদের একক কণ্ঠে জনপ্রিয় হওয়া সিংহভাগ গানই তার সৃষ্টি করা। সবশেষ প্রিন্স মাহমুদের সুরে ‘সাতে-পাঁচে’ শিরোনামের গান গেয়েছিলেন মাকসুদুল হক।
ক্যারিয়ারের বেশির ভাগ সময় ব্যান্ডের গান করলেও এবারের ঈদে ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানে সুর বেঁধে জানান দিয়েছেন, তিনি ফুরানোর নন। এছাড়া ‘জিরো ডিগ্রী’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার গান করেছেন তিনি।
আগামী দিনেও গানের কথা ও সুরের সঙ্গেই থাকতে চান বলে জানান প্রিন্স মাহমুদ, ‘কাজ করে যাচ্ছি। অবসর নিতে পারছি না। একটা সময় হয়তো শরীর সায় দেবে না। তবু অনেক দিন কাজ করতে চাই, সুরের মধ্যে থাকতে চাই।’