মো: রনি আলী, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবী গ্রামে আগুনে ক্ষতিগ্রস্ত মোঃ মজলু আলীর পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী পাঠালেন , সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব, আওয়ামী লীগ কর্মী জিল্লার রহমান।
গতকাল ২৬ জুন সকালে, শ্যামপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি, মোঃ ডলার আহম্মেদ এই উপহার সামগ্রী পরিবারের কাছে পোঁছে দেন।
উপহার সামগ্রীঃ- চাউল ৫০ কেজি, নতুন শাড়ি কাপড়,ও লুঙ্গি।
উল্লেখ যে, গত ১৬ জুন রান্নাঘরের চুলা থেকে আগুনে পুড়ে যায় মজলু আলীর বসত বাড়ি, হঠাৎ আগুন লেগে যাওয়ায় বসতবাড়ীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহস, প্রেরণা ও পরিবারটিকে পূর্নবাসনের সহোযোগিতার হাত বাড়িয়ে দিতে গত ২০ জুন দেখতে যান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব, আওয়ামী লীগ কর্মী, জিল্লার রহমান।