অনলাইন ডেস্ক:
রাজধানীর ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় আগাম জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
মঙ্গলবার (১ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।
আদালতে নিপুণের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী, সহকারী অ্যাটর্নি জেনারেল আনিসুর রহমান।
এর আগে, গত ৩০ জুলাই সূত্রাপুর থানার পুলিশ বাদী হয়ে নিপুণ রায়সহ ২৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৪২৪ জনের নামে মামলা করা হয়।
মামলার গ্রেপ্তার আসামিরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেরাণীগঞ্জের জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, বিএনপির সক্রিয় কর্মী কবির, সোহাগ গাজী ও মো. রিয়াজ উদ্দিন রাজু।
পলাতক আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সাত্তার, বিএনপির সক্রিয় সদস্য মো. মিজানুর রহমান মিজান, সূত্রাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভিপি মো. জাবেদ কামাল রুবেল, সূত্রাপুর থানার নেতা মজিবুর রহমান, নুরুল আফসার ভূঁইয়া মাসুন, মনির হোসেন, মোখলেছুর রহমান, কাজী শাকিল আহম্মেদ, সৌরভ রাসেল, মো. কামরুল ইসলাম কামির, শাকিল আহমেদ ফয়সাল, হাসান খান প্রদীপ, শাহিন খন্দকার শাহিন, মানিক চন্দ্র দত্ত, মো. মনির হোসেন ব্যাপারী, সবুজ হোসেন ব্যাপারী ও আব্দুল কুদ্দুস মিয়া।
জানা গেছে, গত ২৯ জুলাই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধোলাইখালে বিএনপির নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করে। এ সময় যান চলাচলসহ সাধারণ জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় পুলিশ কর্মসূচি পালন থেকে বিরত থাকার অনুরোধ জানায়। এ নিয়ে একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অনেকেই আহত হন।