চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রবিবার (২৯ জানুয়ারী) সকালে আওয়ামী লীগের জনসভায় শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হকের শিবগঞ্জ উপজেলার কয়েক হাজার আওয়ামীলীগের নেতা-কর্মী মিছিলসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদান করেন।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মুহুর্মুহু স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিলের অগ্রভাগে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাজমুল হকের ছবিসহ ব্যানার প্লেকার্ড।
স্মরণকালের সবচেয়ে বড় এ জনসভায় লাখো নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়।
রাজশাহী নগরীর রাস্তার মোড়সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রচার করা হয় প্রধানমন্ত্রীর ভাষণ। মিছিলে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, আওয়ামী নেতা আলকায়েশ উদ্দিন, সাবেক ছাত্রনেতা মোঃ ইব্রাহিম হোসেন সহ শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।