রাজনৈতিক ডেস্ক:
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ শনিবার। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সভা হবে।
দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভার সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভায় সারা দেশের তৃণমূল নেতাদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেন দলীয় প্রধান শেখ হাসিনা। আজকের সভায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এছাড়া সভায় আগামী সেপ্টেম্বর থেকে নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মসূচি নির্ধারণ করা হতে পারে। এর বাইরে নির্বাচনী ইশতেহারসহ আরও নানা বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।