আন্তর্জাতিক ডেস্ক:
ফটোশপের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি’র সহ-প্রতিষ্ঠাতা ড. জন ওয়ারনক মারা গেছেন।
সোমবার (২১ আগস্ট) অ্যাডোবি এ তথ্য জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। খবর- রয়টার্স
ওয়ারনকের মৃত্যুর কারণ উল্লেখ করেনি অ্যাডোবি। তবে মৃত্যুর সময় তার স্ত্রী গ্রাফিক্স ডিজাইনার মারভা ও তিন সন্তান পাশে ছিলেন বলে জানিয়েছে।
১৯৮২ সালে ড. ওয়ারনক ও ড. চার্লস গেশকে যুক্তরাষ্ট্রের সান হোসেতে অ্যাডোবি প্রতিষ্ঠা করেন। ২০০০ সাল পর্যন্ত তিনি অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। ২০০১ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ২০১৭ সাল পর্যন্ত জেশকের সঙ্গে যৌথভাবে কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতিও ছিলেন তিনি। পরবর্তীতে কোম্পানির পর্ষদ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. গেশকে ২০২১ সালে ৮১ বছর বয়সে মারা যান।
অ্যাডোবি মূলত ‘অ্যাক্রোব্যাট’ ও ‘ফটোশপের’ জন্য পরিচিত। তবে ওয়ারনক কোম্পানির সিইও থাকার সময়ে বিভিন্ন ব্যবসা, গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, অডিও রেকর্ডিংসহ নানা সফটওয়্যার তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাডোবি প্রতিষ্ঠার আগে ড. ওয়ারনক জেরক্স পালো আল্টো গবেষণাকেন্দ্রের প্রধান বিজ্ঞানী ছিলেন। এ ছাড়া তিনি ইউনিভার্সিটি অব উটাহতে অধ্যাপনার কাজও করেছেন। ড. ওয়ারনক ইউনিভার্সিটি অব উটাহ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট, গণিতে স্নাতকোত্তর এবং গণিত ও দর্শনে স্নাতক ডিগ্রি লাভ করেন।
ওয়ারনকের মৃত্যুতে অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণ কর্মীদের এক ই-মেইল বার্তায় বলেন, ‘গত ২৫ বছরে আমার পেশা জীবনের উল্লেখযোগ্য ঘটনা হলো জনের সঙ্গে আমার সম্পর্ক। তিনি আমার রোল মডেল ও মেন্টর ছিলেন। তাকে আমার বন্ধু বলতে পেরে আমি গর্বিত।’