স্টাফ রিপোর্টার:
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় অস্ত্র বহনে ৬ দিনের নিষেধাজ্ঞা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
গত ১০ ই আগস্ট জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রে এ নিষেধাজ্ঞার কথা জানা যায়।
পত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষ্যে সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে আগমন উপলক্ষ্যে সারা জেলায় ১৮৭৪ সালের অস্ত্র আইনের ১৭’র ক (১) ধারা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুব আলম এই নিষেধাজ্ঞা জারি করেন।
এই পত্রের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জন নিরাপত্তা বিভাগ, ঢাকা বিভাগীয় কমিশনার, গোপালগঞ্জের পুলিশ সুপার, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমান্ডেন্ট জেলা আনসার ও ভিডিপিকে দেওয়া হয়েছে।অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তিবর্গ এই ৬ দিন জেলার কোথাও অস্ত্র পরিবহন, প্রদর্শন করলে তার বিরুদ্ধে ১৮৭৪ সালের অস্ত্র আইনের ক্ষমতা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।