স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের ১৬তম আসরে আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার পাল্লেকেল্লে স্টেডিয়ামে আসরের দ্বিতীয় ম্যাচে লঙ্কাকানদের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু খেলায় নিয়মিত ওপেনার তামিম ইকবাল নেই। জ্বরের কারণে দলের সঙ্গী হতে পারেননি লিটন দাসও। এশিয়া কাপ থেকেই ছিটতে গেছেন।
সব মিলিয়ে ওপেনিং পজিশনের হ য ব র ল অবস্থা। এই পরিস্থিতিতে ব্যাটিং অর্ডার কেমন হবে সেটি জানতে চাওয়া হয়েছিল অধিনায়ক সাকিব আল হাসানের কাছে।
সাকিব বলেন, এখন আসলে যদি পরিকল্পনা থাকে সেটা আপনাকে বলতে পারব না। এই হচ্ছে কথা। অবশ্য আমাদের কিছু পরিকল্পনা আছে, ব্যাকআপ ক্রিকেটার যারা আছে তাদের দেখার একটি সুযোগ। নতুন যারা আসবে ভালো কিছু করার জন্য তাদের এটি একটা সুযোগ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ৩টায় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাকিব দুই দলের জন্যই সমান সুযোগ দেখছেন, আমার মনে হয় দুই দলই একই অবস্থায় আছে। যারা মাঠে ভালো খেলবে তারা জিতবে। দুই দলেরই শক্তি, দুর্বলতা একই রকম। তাই দুই দলের জন্যই সমান সুযোগ আসলে।
সাকিব বলেন, চার জায়গায় ভালো করলেই জেতার সম্ভাবনা থাকবে। আমরা একটা বিভাগের ওপর নির্ভর করে জিততে চাই না। সব বিভাগে যদি ভালো খেলি, সেটা পেস বোলিং হতে পারে, স্পিন বোলিং হতে পারে, ব্যাটিং হতে পারে, ফিল্ডিংয়েও হতে পারে-তাহলেই জেতা যাবে।
তিনি আরও বলেন, আমরা ওটাই করতে চাই, অলরাউন্ড ক্রিকেট খেলতে চাই। আমরা সব দিক দিয়ে ওদের চেয়ে ভালো খেলে জিততে চাই।