স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার তৃতীয় স্তরের লিগে তোরনেয়ো ফেদারেল ‘এ’-র ম্যাচে হেরমিনালকে ২-১ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল সোল ডি মাইয়ো। টানা দুই ড্রয়ের পর দলটি জয়ে ফিরেছে। গোল করে অভিষেকটাও ভালোভাবেই রাঙিয়েছেন জামাল।
রবিবার (২৭ আগস্ট) তোরনেয়ো ফেদারেল ‘এ’ লিগে জামাল ভূঁইয়া দলের হয়ে করেছেন দ্বিতীয় গোলটি।
খেলার ৩০ মিনিটে ভালদেবেনিতোর গোলে এগিয়ে যায় জামালের সোল ডি মায়ো। ১-০ ব্যবধানে এগিয়েই দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেন জামাল ভূঁইয়ারা। দ্বিতীয়ার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি পায় মায়ো। জামাল ভূঁইয়া গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৭ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় হেরমিনাল।
মায়ামিতে মেসির প্রথম ম্যাচে মেসিকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে নামানো হয়েছিল। ক্রুজ আজুলকে তারা হারিয়েছিল ২-১ গোলে। জামালের অভিষেকটাও সেরকমই। বাংলাদেশের অধিনায়ককে আর্জেন্টিনার ক্লাবটি অভিষেক ম্যাচেই দিয়েছে অধিনায়কের দায়িত্ব। জয়ও পেয়েছেন একই ব্যবধানে।
জামাল ভূঁইয়ার এই অভিষেক ম্যাচে আর্জেন্টিনায় বসবাসকারী বাংলাদেশিরা ব্যানার ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। তারা ‘স্বাগতম জামাল’ লেখা ব্যানার হাতে দীর্ঘ সময় স্টেডিয়ামের পাশে দাঁড়িয়েছিল।