অনলাইন ডেস্ক:
অক্টোবরের শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
শনিবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার।
আগাম ভোটের বিষয় নাকচ করে সিইসি জানিয়েছেন, সংবিধান মেনে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে ডিসেম্বরের শেষে।
ভোট পূর্ব অবস্থা পর্যবেক্ষণে একটি আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষ করে সাংবাদিকদের সিইসি বলেন, বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়কের বিধান নেই। তাই আইনের মধ্যে থেকেই কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় সে বিষয়ে ইসির কাছে জানতে চেয়েছেন ঢাকায় সফররত মার্কিন পর্যবেক্ষক টেরি এল ইসলো।
ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আসা এই পর্যবেক্ষক বলেন, এখানের অভিজ্ঞতা তিনি যুক্তরাষ্ট্র সরকারকে অবহিত করবেন।